Apan Desh | আপন দেশ

ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ১৫:০২, ৩ অক্টোবর ২০২৪

ডিএসইতে সর্বনিম্ন লেনদেন

ফাইল ছবি

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচক বেড়েছে। তবে টাকার অংকে তলানিতে নেমেছে লেনদেন। এদিন চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে ডিএসইতে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৮ দশমিক ৫৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ৪৬২ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১ দশমিক ৫৬ পয়েন্ট। ডিএসই৩০ সূচক ২ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৩১৫ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৪০ কোটি ৮৩ লাখ টাকা।

বৃহস্পতিবার মোট ৩৯৭ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫০টি প্রতিষ্ঠানের শেয়ারদরই আজ অপরিবর্তিত রয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ২০৯ কোম্পানির। বাকি ১৩৮ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

আপন দেশ/কেএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়