Apan Desh | আপন দেশ

সিএসইতে নতুন ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সিএসইতে নতুন ৭ স্বতন্ত্র পরিচালক নিয়োগ

ফাইল ছবি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে নতুন ৭ জনকে নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
 
নিয়োগপ্রাপ্তরা হলেন- ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের ইডি ও সিইও আলমগীর মোর্শেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আইআইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, টেলিটক লিমিটেড ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস্ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং ও ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, গ্রো এন এক্সেলের সিইও অ্যান্ড লিড কনসালটেন্ট এম জুলফিকার হোসেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের ফিন্যান্স ডিরেক্টর নাজনীন সুলতানা ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব ফরিদা ইয়াসমিন।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মূলত সিএসইর নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) প্রস্তাব দাখিলের প্রেক্ষিতে কমিশন এর স্বতন্ত্র পরিচালকের নিয়োগে অনুমোদন দিয়ে থাকে। সিএসইর স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে সিএসইতে এনআরসি নেই। এ কমিটি না থাকায় স্বতন্ত্র পরিচালক নির্বাচন বিষয়ে সিএসই থেকে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগ নেই।
 
এছাড়া প্রয়োজনীয় সংখ্যক পরিচালক না থাকায় এনআরসি গঠনেরও সুযোগ নেই। এ পরিস্থিতিতে বর্তমানে স্বতন্ত্র পরিচালক না থাকায় সিএসইর পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী পূর্ণাঙ্গ ও কার্যকর নয়। শেয়ারবাজারের সার্বিক উন্নয়ন ও বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার্থে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা অতীব আবশ্যক ও জরুরি।
 
এ পরিস্থিতে ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩ এর ২৪ ধারা ও অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী কমিশন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে ৭জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়