Apan Desh | আপন দেশ

এসবিএসি ব্যাংকের প্রায় কোটি শেয়ার কিনবে ভিকার ইন্টারন্যাশনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ১৮ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৪

এসবিএসি ব্যাংকের প্রায় কোটি শেয়ার কিনবে ভিকার ইন্টারন্যাশনাল

ফাইল ছবি

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ৯৮ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে মেসার্স ভিকার ইন্টারন্যাশনাল। বিষয়টি জানিয়েছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ভিকার ইন্টারন্যাশনাল ব্লক মার্কেট থেকে এসবিএসি ব্যাংকের ৯৮ লাখ ২১ হাজার ৫৬৩টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। এর আগে গত ৫ সেপ্টেম্বর ব্যাংকটির আড়াই কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছিল ভিকার ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, ভিকার ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা সহযোগী মোহাম্মদ নাজমুল হক, যিনি এসবিএসি ব্যাংকের মনোনীত পরিচালক।

২০২১ সালে শেয়ার বাজার তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৮৮ কোটি ৩০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৬৬ দশমিক ৪১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৬ দশমিক ৭৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়