Apan Desh | আপন দেশ

দরবাড়ার শীর্ষে টেকনো ড্রাগস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ২৪ জুলাই ২০২৪

দরবাড়ার শীর্ষে টেকনো ড্রাগস

ফাইল ছবি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারফিউ পরবর্তী প্রথম কার্যদিবস বুধবার (২৪ জুলাই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ২০ টি কোম্পানির। এদিন দর বৃদ্ধির শীর্ষে ওঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, এদিন টেকনো ড্রাগসের শেয়ার দর আগের দিনের তুলনায় বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ। এতে দর বৃদ্ধির শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা লিব্রা ইনফিউশনের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫৪ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। আর ৮ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে উঠে দাঁড়িয়েছে রংপুর ফাউন্ড্রি লিমিটেড।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হল- সিলকো ফার্মাসিউটিক্যালস, প্রাইম ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়