Apan Desh | আপন দেশ

প্রাইম টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৪, ১৬ জুলাই ২০২৪

আপডেট: ২০:২২, ১৬ জুলাই ২০২৪

প্রাইম টেক্সটাইলের সর্বোচ্চ দরপতন

ফাইল ছবি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ২২১ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের।

ডিএসই সূত্র মতে, মঙ্গলবার (১৬ জুলাই) প্রাইম টেক্সটাইলের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫০ পয়সা বা ২ দশমিক ৯৯ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের। শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৯৮৯ শতাংশ কমেছে। ইউনিটদর ২ দশমিক ৯৮৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আইটি কনসালটেন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, খান ব্রাদার্স, নিউ লাইন ক্লোথিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বিচ হ্যাচারি এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়