Apan Desh | আপন দেশ

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৯, ৬ অক্টোবর ২০২৪

শেষ মুহূর্তের গোলে মেসির মায়ামির জয়

ছবি সংগৃহীত

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা খেলোয়ার লিওনেল মেসি দিন কয়েক আগেই সাপোর্টার্স শিল্ডের শিরোপা জিতিয়েছেন। তার জাদু দেখতেই মাঠে হাজির হয় দর্শক-সমর্থকরা। কিন্তু ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো কিনা সে লিওনেল মেসিকেই বেঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজালেন। দলও গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য যোগ করা সময়ের গোলে জয় পেয়েছে হেরনরা।

শনিবার (৫ অক্টোবর) এমএলএসের খেলায় টরেন্টোকে অন্তিম সময়ের গোলে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের যোগ করা সময়ে লিওনার্দো কাম্পানা একমাত্র গোলটি করেন।

শেষ পর্যন্ত এ গোলেই জয় পায় মায়ামি। এ জয়ে দুই কনফারেন্স মিলিয়েই শীর্ষে আছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচে ২১ জয় এবং ৮ ড্রয়ে ৭১ পয়েন্ট তাদের। ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যায়ে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বাস ক্রু। অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে এলএ গ্যালাক্সি। ৩১ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে লস অ্যাঞ্জেলেস এফসি।

বিএমও ফিল্ডে এদিন মায়ামির শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেটসরা। যে কারণে সুবধা করে উঠতে পারছিল না হেরনরা। টরেন্টোর আক্রমণে দিশেহারা হয়ে পড়েছিল তারা। ম্যাচে মায়ামি যেখানে ৪টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে সমর্থ হয়, টরেন্টো ১৫টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রেখেছে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে মেসি এবং বুসকেটস এবং ৭১ মিনিটে সুয়ারেজকে নামান মায়ামির কোচ। এরপরই খেলায় প্রভাব বিস্তার করা শুরু করে হেরনরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না তারা।

ম্যাচ গোলশূন্য ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে জ্বলে ওঠেন কাম্পানা। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে দারুণ ভলিতে গোল করেন এই ইকুয়েডরিয়ান স্ট্রাইকার। এটি মৌসুমে তার অষ্টম গোল।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়