Apan Desh | আপন দেশ

টিকিটের লম্বা লাইন, বৃষ্টির পরও উন্মাদনা 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:২১, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:২৫, ২১ সেপ্টেম্বর ২০২৪

টিকিটের লম্বা লাইন, বৃষ্টির পরও উন্মাদনা 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও ভারতীয় দর্শকদের আগ্রহ কমেনি। শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাইয়ের স্টেডিয়ামের বাইরে টিকিটের জন্য দর্শকদের লম্বা লাইন দেখা গেছে। তৃতীয় দিনের খেলা দেখতে দর্শকেরা অপেক্ষা করছেন।

টিকিটের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে উৎসাহের কমতি নেই। চেন্নাই টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির পর মাঠকর্মীদের প্রচেষ্টা। ভালো ড্রেনেজ ব্যবস্থার কারণে শনিবারের (২১ সেপ্টেম্বর) দিনের খেলা নির্ধারিত সময়েই শুরু হয়েছে। যা সকাল ১০টা শুরু হয়। এ খেলা সরাসরি দেখতে পাবেন স্পোর্টস ১৮–১, টি স্পোর্টস ও গাজী টিভিতে। 

এদিকে দিনের আগে রাতে এবং ভোরে বৃষ্টি হলেও এখন আকাশ মেঘলা। তবে খেলা শুরু হতে যাচ্ছে। ভারত ৩০৮ রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। যেখানে ক্রিজে অপরাজিত শুবমান গিল (৩৩) ও ঋষভ পন্ত (১২) রয়েছেন। ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা জানান, তারা আরও ১২০–১৫০ রান করতে চান।

বাংলাদেশের টপ অর্ডার শুক্রবারও (২০ সেপ্টেম্বর) ভালো করতে পারেনি। সেই কারণ সম্পর্কে অনেকেই  বিশ্লেষণ করছেন। 

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়