Apan Desh | আপন দেশ

দ্বিতীয় সেশনও বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ১৯ সেপ্টেম্বর ২০২৪

দ্বিতীয় সেশনও বাংলাদেশের

ছবি: সংগৃহীত

প্রথম সেশনে হাসান মাহমুদের দাপুটে বোলিংয়ে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে চা-বিরতিতে গেছে ভারত। 

রবিচন্দ্রন অশ্বিন ২১ আর রবীন্দ্র জাদেজা ৭ রানে অপরাজিত আছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করছে ভারত। 

মধ্যাহ্ন বিরতির আগে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। এরপর দলকে এগিয়ে নিতে যেতে থাকেন পান্ত ও জয়সওয়াল। তবে মধ্যাহ্ন বিরতির পর সে জুটি ভাঙেন হাসান মাহমুদ।

এরপর ভারতের প্রথম চার উইকেটের সবকটিই নেন হাসান। তবে পঞ্চম উইকেট জুটিতে রয়ে গেছেন জয়সওয়াল ও কেএল রাহুল। এ জুটিতে ৪৮ রান যোগ করে ভারত বেশ ভালো এগিয়ে যায়। শেষ পর্যন্ত এ জুটিকে ভাঙেন নাহিদ রানা। দল ১৪৪ রান করার পর নাহিদের বলে আউট হওয়ার সময় সাদমানের হাতে  ধরা পড়েন জয়সওয়াল।

ভারতের প্রথম ইনিংসে এ ব্যাটসম্যান ১১৮ বলে ৯ রান করে ৫৬ রান করেন। জয়সওয়ালের বিদায়ের পর কেএল রাহুলও পথ অনুসরণ করেন। পরের ওভারে তাকে ফেরত পাঠান মিরাজ। তিনি ৫২ বলে ১৬ রান করেন।

চা বিরতির আগ পর্যন্ত ভারত আর উইকেট হারায়নি। বর্তমানে এ দলের নেতৃত্ব দিচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়