Apan Desh | আপন দেশ

ভারতে বাংলাদেশ দলে যোগ দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ভারতে বাংলাদেশ দলে যোগ দিলেন সাকিব

ছবি: সংগৃহীত

পাকিস্তান সিরিজের পর দেশে ফিরে না এসে কাউন্টিতে খেলতে ইংল্যান্ডে যান সাকিব আল হাসান। বল হাতে দারুণ পারফর্ম দেখিয়ে সেখানে একটি ম্যাচ খেলেন তিনি। এর পরও তার দল সারেকে জেতাতে পারেননি সাকিব। এ ম্যাচের পর ভারতে বাংলাদেশ দলের সঙ্গে সাকিবের যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি তা করেননি।

যেহেতু সাকিব দলে যোগ দেননি, প্রশ্ন উঠেছিল তিনি কোথায়? অবশেষে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ দলে যোগ দিয়েছেন দেশের শীর্ষ এ অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে সরাসরি ভারতে দলের সঙ্গে যোগ দেন সাকিব।

সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার (১৮ সেপ্টেম্বর) দলের সঙ্গে অনুশীলনও করবেন সাকিব। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ।

এদিকে ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। পাকিস্তান সিরিজের পর ব্যাট হাতেও কাউন্টিতে জ্বলে উঠতে পারেননি তিনি। আর ভারতের বিরুদ্ধে সাকিবের জ্বলে উঠাটা বেশ প্রয়োজন।

এদিকে ভারতে পা রাখার পরদিন থেকেই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। যেহেতু চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব হওয়ায় বাংলাদেশের স্পিনারদের একটা বিশেষ দায়িত্ব আছে। সাকিবের পাশাপাশি বাংলাদেশের হয়ে দারুণ ফর্মে আছেন মিরাজ ও তাইজুল।

আপন দেশ/অর্পিতা  

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়