Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে নিয়ে রোহিতের উপহাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশকে নিয়ে রোহিতের উপহাস

ছবি: সংগৃহীত

পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে ধবলধোলাই করা বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ ভারত। আত্মবিশ্বাসী টাইগারদের ব্যাপারে ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দলটিকে সতর্ক করেছেন ভারতের সাবেক তারকারা। তবে শান্তদের নিয়ে কোনো মাথাব্যথা নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। প্রতিপক্ষকে নিয়ে সংবাদ সম্মেলনে একপ্রকার উপহাসই করেছেন তিনি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে সিরিজের প্রস্তুতি নিয়ে কথা বলেছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তরুণ ও অভিজ্ঞতার মিশেলে গড়া টাইগারদের এ দলটাকে সহজভাবে না নিতে তাই উত্তরসূরিদের সতর্ক করে দিয়েছেন সুনীল গাভাস্কারসহ ভারতের সাবেক তারকারা। তবে শান্তদের নিয়ে খুব একটা ভাবছেন না রোহিতরা। 

সম্প্রতি পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। পাকিস্তানকে হারিয়ে লাল সবুজরা যতটাই আত্মবিশ্বাসী হোক না কেন, সেটা নিয়ে ভ্রুক্ষেপ নেই তাদের। দলটির নজর কেবল জয়ের দিকেই।
 
সংবাদ সম্মেলনে একপ্রকার উপহাস করে রোহিত বলেন, সব দলই ভারতকে হারাতে চায়। ভারতকে হারিয়ে তারা মজা পায়। তাদের মজা নিতে দেন। কীভাবে তাদের হারাতে হবে, আমাদের নজর সেদিকে। তারা আমাদের নিয়ে কী চিন্তা করে আর কী বলে, সেটা নিয়ে আমরা চিন্তা করি না। যখন ইংল্যান্ড এখানে এসেছিল, তারাও আমাদের নিয়ে অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা সেদিকে নজর দেইনি। আমাদের প্রয়োজন ভালো ফলাফল বের করে আনা। সেটাই আমাদের লক্ষ্য। ভারত সম্প্রতি অনেক দলের বিপক্ষেই খেলেছে। প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে দলের জয় লক্ষ্য ছিল।

টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানান, ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজটির মাধ্যমে দলের পরীক্ষা হয়ে যাবে। যে আন্তর্জাতিকভাবে তার শিষ্যদের অবস্থান কোথায় আছে। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলার জন্য আমরা অনুপ্রাণিত। ভারতের আসা এবং তাদের বিপক্ষে খেলা এ সময়ে অনেক কঠিন চ্যালেঞ্জ। সেরাদের সঙ্গে খেলা আপনার অবস্থান সম্পর্কে উপলব্ধি দেয়। আমরা সবসময় সেটাকেই প্রাধান্য দেই।
 
পাকিস্তানকে হোয়াইওয়াশ করার পর ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে দলের মধ্যে প্রত্যাশার চাপ কাজ করছে কি না- এমন প্রশ্নে হাথুরুসিংহে জানান, দলের আত্মবিশ্বাস বাড়লেও সবাই তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানে।
 
দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টটি ২৭ সেপ্টেম্বর কানপুরে অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়ানোর কথা সিরিজের তিন টি-টোয়েন্টি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়