Apan Desh | আপন দেশ

চেন্নাইয়ে বাংলাদেশের জন্য লাল মাটির পিচ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৮, ১৪ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাইয়ে বাংলাদেশের জন্য লাল মাটির পিচ

ছবি : সংগৃহীত

আগামী ১৯ তারিখ থেকে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত দলের প্রথম টেস্ট। তবে আলোচনায় উঠে এসেছে চেন্নাইয়ের পিচ। সবাই জানে চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্লো। তবে পাকিস্তানকে ধবলধোলাই করে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করেছে ভারত, তা নিয়ে চলছে আলোচনা।

পাকিস্তানকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছে বাংলাদেশ। যে কারণে টাইগারদের বিপক্ষে সিরিজটা বেশ গুরুত্ব দিচ্ছে ভারত। স্বাভাবিকভাবে কথা উঠছে চেন্নাইয়ের পিচ নিয়েও। শান্ত-সাকিবদের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করবে ভারত, তা নিয়েও চলছে নানা আলোচনা। 
 
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে উইকেটের কৌশল অবশ্য বদলায়নি ভারত। স্লো উইকেটের পিচেই খেলতে হবে তাদেরকে। 

এমন ধরনের উইকেট সাধারণত লাল মাটির হয়ে থাকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচের জন্য সেই লাল মাটির উইকেটই প্রস্তুত করেছে ভারত। 
 
চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব। সে কথা মাথায় রেখেই স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে দলে রেখেছে তারা। অন্যদিকে বাংলাদেশের স্কোয়াডেও রয়েছে ৪ স্পিনার। তারা হলেন-বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহাতি স্পিনার নাইম হাসান। 

ভারতের গণমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুশীলন করেছে ভারত। ম্যাচের জন্য লাল মাটির পিচ প্রস্তুত করলেও ভারতের ব্যাটাররা অনুশীলন করেছে কালো মাটির পিচে। এদিন দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মর্নি মরকেল। 
 
অনুশীলনে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন কোহলি-রোহিতরা। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের স্পিনারদের কথা মাথায় রেখে রোহিতরা স্পিন বোলিংয়ে অনুশীলন করেছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়