Apan Desh | আপন দেশ

সান মারিনোর ২০ বছরে প্রথম জয় উদযাপন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৪

সান মারিনোর ২০ বছরে প্রথম জয় উদযাপন

ছবি: সংগৃহীত

উয়েফা নেশনস লিগে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারালো সান মারিনো। ২০ বছরের দৌড় শেষে প্রথম এ জয় উদযাপন।

সান মারিনো ফিফার সর্বনিম্ন র‌্যাঙ্কিং দল। ফেডারেশনের ২১০টি জাতীয় দলের র‌্যাঙ্কিংয়ের নিচে এ দল। এর আগে তাদের ইতিহাসে শুধুমাত্র একটি ম্যাচ জিতেছিল। ২০০৪ সালে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ১-০ গোলের ব্যবধানে সে ম্যাচটি জেতে। কিন্তু বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে নিকো সেনসোলির গোলে ১৯৯তম র‌্যাঙ্কের প্রতিপক্ষকে হারায় সান মারিনো।

লিখটেনস্টাইনের বিপক্ষে সেই আগের জয়ের সাথে তারা প্রথমবারের মতো একটি প্রতিযোগীতামূলক জয়ের রেকর্ড গড়েছে। ১৯ বছর বয়সী সেনসোলি, একজন মিডফিল্ডার। যিনি ইতালীয় ফুটবলের সেমি-পেশাদার চতুর্থ স্তরে সাঙ্গিউলিয়ানোর হয়ে খেলেন। ৫৩তম মিনিটে সান মারিনো প্রথম শটে গোলটি করেন। 

গোলটি সেনসোলি লিখটেনস্টাইনের গোলরক্ষক বেঞ্জামিন বুচেলের উপর দিয়ে জালে ফেলেন। সাথে সাথে সান মারিনোর স্টেডিয়ামে থাকা দর্শকরা উচ্ছাসে ফেটে পড়েন। ১৪০ ম্যাচে হারের পর গোলটি একটি অসাধারণ জয় এনে দেয়। 

সান মারিনো বর্তমানে তাদের তিন দলের নেশনস লিগ গ্রুপের শীর্ষে রয়েছে। অন্য দল জিব্রাল্টার, এখনও একটি ম্যাচ খেলতে পারেনি।

সান মারিনো, উত্তর-পূর্ব ইতালি দ্বারা বেষ্টিত। মাত্র ৩০,০০০ জনেরও বেশি লোকের দেশ। আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম ছোট দেশ। যা মাত্র ৬১ বর্গ কিলোমিটার। দেশটি ফুটবলের সবচেয়ে বাজে দল হিসেব খ্যাত।  জয়হীন ধারায় ২০৫ ম্যাচের মধ্যে ১৯৬টি ম্যাচেই হেরেছে সান মারিনো। 

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়