Apan Desh | আপন দেশ

ব্রাজিলকে কাঁদিয়ে উরুগুয়ে কোপার সেমিতে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:২৪, ৭ জুলাই ২০২৪

আপডেট: ১২:২৫, ৭ জুলাই ২০২৪

ব্রাজিলকে কাঁদিয়ে উরুগুয়ে কোপার সেমিতে

ছবি : সংগৃহীত

কোপা আমেরিকার নকআউট পর্বে উরুগুয়ের বিপক্ষে অপরাজিত ব্রাজিল। উত্তাপ আর উত্তেজনা ছড়ানো ম্যাচে নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকে। পরে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে উরুগুয়ে নয়, কোপা থেকে ছিটকে পড়ে ব্রাজিল। টাইব্রেকারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ৪–২ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে উরুগুয়ে।

রোববার (৭ জুলাই) লাস ভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে সেমিতে ওঠার লড়াইয়ে ভিনিসিয়াসের জায়গায় তরুণ এদ্রিকেকে নিয়ে একাদশ সাজায় ব্রাজিল। শুরু থেকেই অগোছালো ফুটবল খেলে সেলেসাওরা।

ম্যাচের ১২তম মিনিটে ফাউলের সুবাদে ফ্রি-কিক পায় সেলেসাওরা। তবে গোলবারের বেশ ওপর দিয়ে বল পাঠিয়ে দেন রাফিনিয়া।

ম্যাচের ১৭তম মিনিটে কর্ণার থেকে নুনিজের হেড ঠেকিয়ে দলকে বাঁচিয়ে দেন দানিলো। ৫ মিনিট ব্যবধানে ফের ফ্রি-কিক পায় ব্রাজিল। এবারও সুযোগ কাজে লাগাতে পারেননি সেলেসাওরা। ম্যাচের ২৭তম মিনিটে একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে পড়েন এন্ড্রিক। উরুগুয়ের রক্ষণভাগের দৃঢ়তায় সে প্রচেষ্টায় সফল হয়নি এ তরুণ ফুটবলার।

৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণ চালায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। উরুগুয়ের গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি রাফিনিয়া। ম্যাচের ৩৭তম মিনিটে আবারও ফ্রি-কিক পায় ব্রাজিল। এবার রাফিনিয়ার পরিবর্তে রদ্রিগো শট নিয়েও বল জড়াতে পারেননি জালে।

ইনজুরির টাইমেও এগিয়ে যাওয়ার সুযোগ পায় ব্রাজিল। নিখুঁত ফিনিশিংয়ের অভাবে বারবারই ভুগতে হয় সেলেসাওদের। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই প্রথমার্ধ শেষ করে দল দু’টি।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৪৭তম মিনিট বড় সুযোগ পায় উরুগুয়ে। ফেডরিকো ভালবার্দের দূরপাল্লার শট সহজেই রুখে দেন অ্যালিসন বেকার। ম্যাচের ৫২তম মিনিটে ফের আক্রমণে যায় উরুগুয়ে। দানিলোর গায়ে লেগে লক্ষ্যভ্রষ্ট হয় ডারউইন নুনেজের বাঁ পায়ের শট। ম্যাচের ৬২তম মিনিটে ভালবার্দের দূরপাল্লার আরও একটি শট-ও বারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৭৩তম মিনিটে রদ্রিগোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উরুগুয়ের নাহিতান নান্দেজ। এতে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে। সে সুযোগও লুফে নিতে পারেননি সেলেসাওরা। একের পর এক আক্রমণ চালালেও তা কাজে আসেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে ফল না আসলে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকার ভাগ্যে শেষ হাসি হেসেছে উরুগুয়ে। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোপার সেমিফাইনাল নিশ্চিত করল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

আপন দেশ/এইউ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়