Apan Desh | আপন দেশ

জার্মানিদের কাঁদিয়ে সেমিতে স্পেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৬ জুলাই ২০২৪

জার্মানিদের কাঁদিয়ে সেমিতে স্পেন

ছবি : সংগৃহীত

অতিরিক্ত সময়ের তখন ১১৯ মিনিট চলছিলো। খেলার স্কোর ১-১। মোটামুটি ধরেই নেয়া হয়েছিল যে খেলা অতিরিক্ত সময় গড়িয়ে পেনাল্টিতে গড়াবে। ঠিক তখনি দানি অলমোর এক অসাধারণ ক্রসে হেড দিয়ে জালে বল জড়ান মিকেল মোরেনো।

আর তাতেই ২-১ গোলে জার্মানদের পরাজয় নিশ্চিত করে স্পেন।

নাটকীয় এই দ্বৈরথে ম্যাচের মূল হিরো দানি অলমো। একটি গোলের পাশাপাশি একটি এসিস্টও করেছেন তিনি।  
অবশেষে জার্মানির স্টুটগার্ডে স্বাগতিক কোনো দলকে নকআউট ম্যাচে না হারানোর বেদনা অবশেষে ঘুচলো লা ফুয়েন্তের শিষ্যদের।

প্রথমার্ধে স্পেনের দাপট দেখালেও গোলের দেখা পায়নি তারা। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে গোলে এগিয়ে যায় স্পেন। ইয়ামালের পাসটা ফাঁকায় পেয়েছিলেন দানি ওলমো। লেইট রান দিয়েছিলেন, জার্মানির মিডফিল্ড বা ডিফেন্সের কেউই মার্ক করেননি ওলমোকে।

ফার্স্ট টাচ শটে পরাস্ত করলেন জার্মান গোলরক্ষক ম্যানুয়াল নয়্যারকে। এরপর শেষ সময়ের গোলে জার্মানি ফেরে সমতায়। ফ্লোরিয়ান ভির্টজের দুর্দান্ত সে গোলটা জার্মানিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়।

অতিরিক্ত সময়েও গোলের সুযোগ তৈরি করে জার্মানরা। কিন্তু এগুলো কাজে লাগাতে পারেননি ভাইরটস-ফুলক্রগরা। উল্টো শেষ বেলায় জার্মান সমর্থকদের স্তব্ধ করে দেয় স্পেন।  গোল হজম করে নিজ দেশের আসরে দর্শক বনে যেতে হলো জার্মানদের।

আর তাতেই স্বাগতিক জার্মান দলের স্বপ্নভঙ্গ করে সেমিফাইনাল নিশ্চিত করলো স্পেন।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়