Apan Desh | আপন দেশ

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩৭, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ১০:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৩

এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

চীনের হাংঝু এশিয়ান গেমসে পাকিস্তানি নারী ক্রিকেট দলকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে করে এশিয়ান গেমসের পদক তালিকায় নাম তুলল বাংলাদেশ। পাকিস্তানের দেয়া ৬৫ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে দলটি। 

টস জিতে নিগার সুলতানা জ্যোতির ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। স্কোরবোর্ডে ১০ রান যোগ হতে না হতেই ৩ উইকেট তুলে নেন মারুফা, সানজিদা এবং নাহিদা। নবম ওভারে বোলিংয়ে এসেই ১৩ রান করা সাদাফকে ফেরান রাবেয়া খান।

আরও পড়ুন <> কমছে প্রবাসী আয়, ২২ দিনে এল সাড়ে ১১ হাজার কোটি টাকা

১৮ রানে ৪ উইকেট হারানো পাকিস্তান যে বেশিদূর যেতে পারবে না তা অনেকটা বুঝা যাচ্ছিলো। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি মেয়েরা লড়াইটা মন্দ করেনি। তারা থামে ৬৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন ৭ নম্বরে নামা আলিয়ে রিয়াজ।

বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার ৩ এবং সানজিদা আক্তার মেঘলা ২ উইকেট নেন। মারুফা, নাহিদা এবং রাবেয়া পান ১টি করে উইকেট। 

এর আগে ভারতের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয়ে আর ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। হাংঝু এশিয়ান গেমসে তাই বাংলাদেশের সামনে ছিল ব্রোঞ্জ পদকের লড়াই। 

ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট মাঠে পাকিস্তানের মুখোমুখি হয় নিগার সুলতানারা। এবারের এশিয়ান গেমসে এটিই প্রথম পদক বাংলাদেশের। তবে আগের দুই আসরেই ক্রিকেট ইভেন্টে রৌপ্য পদক এনে দিয়েছিলেন বাংলার মেয়েরা। 

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়