Apan Desh | আপন দেশ

মোবাইল নেটওয়ার্ক অচল ১১ জেলায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ আগস্ট ২০২৪

মোবাইল নেটওয়ার্ক অচল ১১ জেলায়

ফাইল ছবি

দেশের বন্যাকবলিত জেলায় এখনো বিভিন্ন অপারেটরের ২৫৪টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার অচল। শনিবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ তথ্য জানায়। 

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত হালনাগাদকৃত তথ্য অনুযায়ী দেশে বন্যাকবলিত ১১ জেলায় ১৪ হাজার ৫৫১টি টাওয়ারের মধ্যে সচল আছে ১৪ হাজার ২৯৭টি টাওয়ার। বাকিগুলো এখনো সচল করা সম্ভব হয়নি। 

কাজী মুস্তাফিজুর রহমান আরও জানান, সবচেয়ে বেশি অচল টাওয়ার ফেনীতে। এ জেলার ৬৫৩টি টাওয়ারের মধ্যে ৭২টি এখনো অচল।

ফেনী ছাড়া টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত অন্য জেলাগুলো হলো- নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও কক্সবাজার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়