Apan Desh | আপন দেশ

টিকটকের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ৬০

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৭, ১ আগস্ট ২০২৪

টিকটকের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়া, অসুস্থ ৬০

ফাইল ছবি

সোশ্যাল মিডিয়া টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় ৬০ কর্মকর্তা-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৩০ জুলাই) অসুস্থ হয়ে পড়া ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সিঙ্গাপুরে এ কার্যালয়টি নিজেরা খাবার প্রস্তুত বা রান্না করে না। তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়ে আসে। 

সিঙ্গাপুরে বাইটড্যান্সের ওই ভবন থেকে অসুস্থদের হাসপাতালে নেয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। দেশটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। তদন্ত করছে বাইটড্যান্স নিজেও। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। অসুস্থ সবাইকে সহায়তা করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা জরুরি সেবা বিভাগের সঙ্গেও কাজ করছি।

বিষয়টি তদন্ত করছি। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি আমরা।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়