Apan Desh | আপন দেশ

মোবাইল ইন্টারনেট চালুর সম্ভাবনা আগামীকাল 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ২৭ জুলাই ২০২৪

আপডেট: ১৪:১১, ২৭ জুলাই ২০২৪

মোবাইল ইন্টারনেট চালুর সম্ভাবনা আগামীকাল 

ফাইল ছবি

কোটা আন্দোলন ঘিরে সহিংসতার কারণে পাঁচ দিন সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল। বুধবার রাতে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হলেও তা ধীরগতি। তবে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও টিকটক এখনো বন্ধ আছে।

এদিকে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে গত সপ্তাহে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন, রবি-সোমবারের মধ্যেই চালু হবে কাঙ্ক্ষিত মোবাইল ইন্টারনেট।

মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হতে পারে—এ প্রশ্নের জবাবে শুক্রবার বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ জানান, আগামীকাল রোববার বা সোমবারের দিকে তা চালু হতে পারে।

তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে কি না সে সম্পর্কে স্পষ্ট করে কিছু সরকারের পক্ষ থেকে জানানো হয়নি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়