Apan Desh | আপন দেশ

স্যাটেলাইট ভেঙে টুকরো টুকরো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৮ জুন ২০২৪

স্যাটেলাইট ভেঙে টুকরো টুকরো

ছবি: সংগৃহীত

মহাকাশে পাঠানো একটি রুশ স্যাটেলাইট ভেঙে গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, এটি ভেঙে শতাধিক টুকরো হয়ে গেছে। তবে এটি পৃথিবীর জন্য কোনো হুমকি তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাছেই কক্ষপথে ঘটে এ ঘটনা। ফলে মহাকাশ স্টেশনের বোর্ডে থাকা মহাকাশচারীরা নিজেদের মহাকাশযানে আশ্রয় নিতে বাধ্য হন। প্রায় ঘণ্টাখানেক তাদের সেখানে অবস্থান করতে হয়েছে।

রয়টার্স জানায়, পৃথিবী পর্যবেক্ষণের জন্য ২০২২ সালে ‘আরইএসইউআরএস-পিওয়ান’নামের এ স্যাটেলাইটটি মহাকাশের কক্ষপথে বসানো হয়। বুধবার এটি ভেঙে যায়। তবে ভেঙে যাওয়ার কারণ এখনও জানা যায়নি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

জনপ্রিয়