Apan Desh | আপন দেশ

চরফ্যাশনের দাবি করা ভাইরাল ছবিটি ‘ভুয়া’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৭, ২৮ মে ২০২৪

চরফ্যাশনের দাবি করা ভাইরাল ছবিটি ‘ভুয়া’

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমাল চলে গেলেও রেখে গেছে তার ধ্বংসের চিহ্ন। এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, মা ও শিশুকে নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ভাঙা ঘরের টিনের চাল ভেদ করে অঝোরে বৃষ্টি ঝরছে। নিচে কাদা-মাটির ভেতর শিশু সন্তানকে আগলে শুয়ে আছেন মা!

ছবিটি ভোলার চরফ্যাশনের এক মায়ের বলে দাবি করা হচ্ছে। কিন্তু ছবিটি ভোলার চরফ্যাশনের কোনো মা এবং তার সন্তানের নয়। যা পুরোটাই এআই প্রযুক্তির (কৃত্রিম বুদ্ধিমত্তা) সাহায্যে তৈরি করা একটি দৃশ্য।

জানা গেছে, গত মার্চ-এপ্রিল মাস থেকে ইন্টারনেটে ছবিটি ছড়িয়ে পড়ে। গত মার্চ মাসে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নিউজমোবাইল’ও ছবিটিকে এআই প্রযুক্তি দিয়ে তৈরি বলে জানিয়েছে। 

এছাড়া রিউমর স্ক্যানারও আজ একটি ফ্যাক্টচেক প্রকাশ করেছে। সেখানেও বলা হয়েছে, এটি এআই প্রযুক্তি দিয়ে বানানো একটি ছবি। 

এছাড়া ছবিতে অন্যান্য অসংগতিগুলো হচ্ছে- নারীর হাতের কনিষ্ঠ আঙুল অন্যসব আঙুলের সমান, পায়ের আঙুল ছয়টি দেখানো হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়