Apan Desh | আপন দেশ

আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিল অ্যাপল

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫১, ৮ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২০:৫৩, ৮ সেপ্টেম্বর ২০২৩

আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিল অ্যাপল

ফাইল ছবি

অ্যাপল ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে কানাডা ভিত্তিক একটি ডিজিটাল ওয়াচডগ।  অ্যাপলে ইসরায়েলি কোম্পানি এনএসও-র সঙ্গে যুক্ত স্পাইওয়্যার শনাক্ত হওয়ার পর এ সতর্কবার্তা দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ওয়াচডগটি জানিয়েছে, ওয়াশিংটনের এক অ্যাপল ব্যবহারকারী এনএসও`র পেগাসাস স্পাইওয়্যারের কবলে পড়েছে। তাই সকলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হচ্ছে। অসতর্কতার কারণে ব্যক্তিগত সকল তথ্য চুরি হয়ে যেতে পারে।

আরও পড়ুন<<>> নতুন প্রজন্মের ইউজারদের জন্য অপোর এ৭৮ 

ডিজিটাল ওয়াচডগের মতে, ভুক্তভোগীর অজান্তেই আইওএসের সর্বশেষ সংস্করণ (১৬.৬) চালিত আইফোন ডিভাইসগুলো স্পাইওয়্যারের সঙ্গে আপোস করে। 

সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের উপর নজরদারিসহ নানা অপব্যবহারের অভিযোগে ২০২১ সাল থেকে ইসরায়েলি সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়