Apan Desh | আপন দেশ

আল্লাহ্‌ এক বা অদ্বিতীয়: সুরা ইখলাসে ঘোষণা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:২৩, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আল্লাহ্‌ এক বা অদ্বিতীয়: সুরা ইখলাসে ঘোষণা

ছবি: সংগৃহীত

সুরা ইখলাস পবিত্র কুরআনের ১১২তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ হয়। এর রুকু ১  ও আয়াত ৪। এ সুরাতে আল্লাহ্‌র তাওহীদ বা একত্ববাদ ঘোষণার পর আল্লাহ্‌র সন্তান আছে এমন ভ্রান্ত বিশ্বাসের প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ প্রতিটি গোপনীয়তা থেকে শ্রেষ্ঠ এবং অনন্য। 

সুরা ইখলাসের অর্থ:

পরম করুণাময় আল্লাহর নামে

১. বলো তিনি আল্লাহ (যিনি) অদ্বিতীয় বা একমাত্র। 

২. আল্লাহ্‌ সবার আশ্রয়।

৩. তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি।

৪. এবং তাঁর সমতুল্য কেউ নেই।


তওহিদের শিক্ষা

ইসলামের মূলনীতি হল তওহিদ। এ সূরা শিক্ষা দেয় আল্লাহ্‌ অতুলনীয়। তিনি কাউকে জন্ম দেননি। তিনি কারও থেকে জন্ম নেননি। কোনো কিছুর সমতুল্য নন তিনি। 

কুরআন তিনটি মৌলিক বিষয় শিক্ষা দেয় আমাদের- তাওহীদ, আখিরাত ও রিসালাত। অর্থাৎ আল্লাহ, পরকাল ও অহি। অন্য যেকোনো বিশ্বাস এ তিনটির মধ্যে রয়েছে। আল্লাহ, পরকালে এবং আল্লাহ প্রেরিত ওহির প্রতি বিশ্বাস। আমরা যখন বলি আমরা আল্লাহ্‌কে বিশ্বাস করি, তখন আমরা আল্লাহ্‌র সমস্ত নাম, গুণাবলী এবং কাজ বোঝাতে চাই। যখন বলি আখিরাত, তখন কবরের জীবন, কেয়ামতের দিন, জান্নাত, জাহান্নাম-সব এসে যায়। 

এ সুরায় আল্লাহ্‌র প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। এটি যদি কেউ বুঝতে পারে তবে সে ইসলামের পথের শুরুর নীতি বুঝতে পারবে।

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়