Apan Desh | আপন দেশ

আল্লাহর রহমত লাভের ৩ দোয়া

ধর্ম ডেস্ক

প্রকাশিত: ১১:০১, ৮ সেপ্টেম্বর ২০২৪

আল্লাহর রহমত লাভের ৩ দোয়া

ছাইল ছবি

আল্লাহ তায়ালা বান্দাকে রহমতের চাদরে ঢেকে রাখতে ভালোবাসেন। আল্লাহর রহমত লাভের প্রত্যাশাও করে বান্দারা।

নেক আমল দিয়ে আমলনামা ভারী হলেও কিয়ামত দিবসে মুক্তির জন্য লাগবে আল্লাহ তাআলার দয়া ও রহমত। দুনিয়াতেও বরকত ও প্রশান্তি লাভের জন্য তার রহমত ও দয়া গুরুত্বপূর্ণ।

আল্লাহ তাআলার দয়া ও রহমত লাভের জন্য নামাজ ও জিকিরের পাশাপাশি দোয়াও করা যায়। হাদিসে বর্ণিত আল্লাহর রহমত লাভের তিনটি দোয়া তুলে ধরা হলো এখানে।

رَبَّنَاۤ اٰتِنَا مِنۡ لَّدُنۡكَ رَحۡمَۃً وَّ هَیِّیٴۡ لَنَا مِنۡ اَمۡرِنَا رَشَدًا উচ্চারণ : রাব্বানা- আ-তিনা মিল্লাদুংকা রহমাতাওঁ ওয়া হাইয়্যিই’ লানা- মিন আমরিনা- রাশাদা। (সুরা কাহাফ ১০)

অর্থ: হে আমাদের প্রভু! আমাদেরকে আপনার নিকট থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজ সঠিকভাবে সম্পূর্ণ করার তাওফিক দান করুন।

اَللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَ لَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنكَ الْجَدِّ উচ্চারণ : আল্লাহুম্মা লা মানিআ লিমা আত্বাইতা, ওয়া লা মুত্বিয়া লিমা মানাতা, ওয়া লা ইয়াংফায়ু জাল ঝাদ্দি মিনকাল ঝাদ্দি। (বুখারি, মুসলিম, মিশকাত)

অর্থ: হে আল্লাহ, তুমি যা দানের ইচ্ছা কর, তা কেউ প্রতিরোধ করতে পারে না এবং তুমি যাতে বাধা দাও, তাও কেউ প্রদান করতে পারে না এবং কোনো সম্পদশালীর সম্পদ তোমার কাছে তাকে রক্ষা করতে পারে না।

اللَّهُمَّ أَدْخِلْهُ عَلَيْنَا بِالأَمْنِ ، وَالإِيمَانِ ، وَالسَّلامَةِ ، وَالإِسْلامِ ، وَجَوَار مِنَ الشَّيْطَانِ، وَرِضْوَانٍ مِنَ الرَّحْمَنِ উচ্চারণ: আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল-আমনি, ওয়াল ইমানি, ওয়াস সালামাতি, ওয়াল ইসলামি, ওয়া ঝাওয়ারিম মিনাশ শায়ত্বানি, ওয়া রিদওয়ানিম মিনার রাহমানি।

অর্থ: হে আল্লাহ, আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন। আমাদের সুরক্ষা দিন। শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। দয়াময় রহমানের কল্যাণ দান করুন। (মু’জামুস সাহাবাহ : ০৩/৫৪৩; আল-ইসাবাহ : ০৬/৪০৭-৪০৮)

এই তিনটি দোয়া মুখস্থ করে দোয়া কবুলের সময়গুলোতে পড়া যেতে পারে। এছাড়া নিজে নিজে দোয়া করার সময় এই দোয়াগুলোতে যা বলা আছে তা নিজের ভাষায় বলা যেতে পারে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়