Apan Desh | আপন দেশ

দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোটায়: সজীব ওয়াজেদ জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০১, ১০ জুন ২০২৩

আপডেট: ২৩:০১, ১০ জুন ২০২৩

দেশজুড়ে লোডশেডিং শূন্যের কোটায়: সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয়

সারা দেশে লোডশেডিং এখন শূন্যের কোটায় বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার ( ১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা দাবি করেন তিনি।    

সজীব ওয়াজেদ জয় লেখেন, ‘গত ৮ জুন থেকে সারা দেশে ব্যাপকহারে কমেছে লোডশেডিং। আস্থা রাখুন জননেত্রী শেখ হাসিনার প্রতি। জনগণের সেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য।’

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

পোস্টে সংযুক্ত ভিডিওতে দাবি করা হয়, ‘৯ জুন লোডশেডিং একেবারে শূন্যের কোটায় নেমে আসে। এদিন বিদ্যুৎ উৎপাদন হয় ১২ হাজার ৫৬৮ মেগাওয়াট। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুরে লোডশেডিং একেবারেই ছিল না। কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগে উৎপাদনে ঘাটতি হলেও লোডশেডিং দেয়নি জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টার। ঘাটতি ছিল মাত্র ১ দশমিক ০১ শতাংশ।’

আপন দেশ/এবি

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়