Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সংলাপে বসবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০২, ৪ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টার সঙ্গে শনিবার সংলাপে বসবে জামায়াত

ফাইল ছবি

রাজনৈতিক দলগুলোর সঙ্গে শনিবার (৫ অক্টোবর) তৃতীয় দফায় সংলাপে বসবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিন বিকেল ৩টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম জানান,  শনিবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে সংলাপ হবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। সংলাপে উপদেষ্টামণ্ডলী গঠিত ছয়টি কমিশনের কার্যক্রমের অগ্রগতি এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে।

বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়