Apan Desh | আপন দেশ

পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা রাজনৈতিক ষড়যন্ত্র: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৯, ২১ সেপ্টেম্বর ২০২৪

পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা রাজনৈতিক ষড়যন্ত্র: মির্জা ফখরুল

ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করা হয়েছে। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দোসররা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামের চলমান অস্থিরতা রাজনৈতিক ষড়যন্ত্র।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, পাবর্ত্য চট্টগ্রামের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। মিয়ানমারকে কেন্দ্র করে, ভারতের মণিপুরের যে বিদ্রোহ; এ ঘটনাগুলো ভেরি সিগনিফিকেন্ট বলে মনে করি।

দেশে বিরাজনীতিকরণের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বলেন, দেশ পরিচালনার জন্য রাজনৈতিক সরকারের বিকল্প নেই।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়