Apan Desh | আপন দেশ

‘মানুষ পিটিয়ে মারার ঘটনা নির্মম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৩:২১, ২০ সেপ্টেম্বর ২০২৪

‘মানুষ পিটিয়ে মারার ঘটনা নির্মম’

ফাইল ছবি

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটনা নির্মম। বলে জানিয়েছেন জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) মুজিবুল আলমের সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসব ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এসব ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একাত্মতা প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সে সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

গোলাম পরওয়ার আরও বলেন, সবগুলো ঘটনাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ জাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত।

কেউ যেন আইন নিজের হাতে তুলে নেয়ার দুঃসাহস না পায়। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এ জাতীয় ঘটনা কঠোর হস্তে দমন করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়