Apan Desh | আপন দেশ

‘গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৮, ১৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:২০, ১৯ সেপ্টেম্বর ২০২৪

‘গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে’

ছবি: আপন দেশ

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। একথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, আমাদের গ্যাসের যে সম্ভাবনা আছে, তা বের করবো।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, এখন থেকে বিদ্যুৎ, জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার দেয়া হবে না। অতীতে যে চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে। প্রতিটি চুক্তিতে ভালোকিছু বিশ্বাসের বিষয় থাকে। কিন্তু কোথাও কোথাও ধোঁকা দেয়ার বিষয় রয়েছে। তাই ২টি কমিটি করা হয়েছে, তারা চুক্তিগুলো পর্যালোচনা করবে।

ফাওজুল কবির খান বলেন, লোডশেডিং কয়েকদিন বেড়েছিল। এখন তা কাটিয়ে উঠেছি। ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস রয়েছে। আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটি পাওয়া সম্ভব। এ সময় সরকারের ১০০টি গ্যাস কূপ খননের লক্ষ্য রয়েছে বলেও জানান জ্বালানি উপদেষ্টা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়