Apan Desh | আপন দেশ

‘অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪

‘অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন থাকলে জনগণ মানবে না’

ছবি : আপন দেশ

অন্তর্বর্তী সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকা জনগণ মানবে না। এ কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সব সংস্কার কাজ যদি অন্তবর্তী সরকার করে তাহলে তো জনগণ ও সংসদের দরকার নেই বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার চক্রান্ত শুরু হয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকাতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, এ সরকারের মধ্যে যারা দায়িত্ব পেয়েছে তারাও বলছেন নতুন দল গঠন করতে হবে। তাহলে তারা কীভাবে নিরপেক্ষ হবে? দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান।

অভ্যুত্থানের পরে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও শহীদদের ক্ষতিপূরণের দাবি জানিয়ে বিএনপির এ নেতা বলেন, ফ্যাসিস্ট রেজিমদের হয়ে যারা কাজ করেছে তাদের সে সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। অতিদ্রুত তাদের চিহ্নি করে ব্যবস্থা নিতে হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়