Apan Desh | আপন দেশ

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ৯ সেপ্টেম্বর ২০২৪

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছবি: সংগৃহীত

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭৮ সালের এ দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে দলটি প্রতিষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

জাতীয়তাবাদী মহিলা দল নারীদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে গত ৪৬ বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলটি নারীদের অধিকার, ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে।

আপন দেশ/অর্পিতা

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়