Apan Desh | আপন দেশ

অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে: রিজভী 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩১, ৪ সেপ্টেম্বর ২০২৪

অপরাধীদের ক্ষমা নয় বিচার করতে হবে: রিজভী 

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকারীদের ক্ষমা করলে নিহতদের আত্মার সঙ্গে বেইমানি করা হবে। তাদের বিচার করতে হবে জানিয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার ( ৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ কথা বলেন। 

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। গণহত্যাকারীদের কিসের ক্ষমা করতে বলেছেন তারা। 

রিজভী বলেছেন, ট্রাইবুনাল করে প্রতিটি হত্যার বিচার করতে, প্রতিটি অপরাধের বিচার করতে হবে। যদি শেখ হাসিনাসহ অপরাধীদের বিচার করা না হয় তাহলে বাংলাদেশ কবরস্থানে পরিণত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে আন্দোলনে নিহত গোলাম রাব্বানীর পিতার হাতে অনুদান তুলে দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। 

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী আরও বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কাজ করতে দিন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন। 

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়