Apan Desh | আপন দেশ

বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩০, ১৭ জুলাই ২০২৪

আপডেট: ১৮:২৬, ১৭ জুলাই ২০২৪

বিএনপির গায়েবানা জানাজা কর্মসূচিতে পুলিশের বাধা

ছবি: আপন দেশ

কোটা সংস্কার আন্দোলন কর্মসূচিতে সংঘর্ষে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা আদায় করেছে বিএনপি। গায়েবানা জানাজা কর্মসূচির পর পুলিশের সঙ্গে বিএপির কিছুক্ষণ সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ লাঠিপেটা করে ও টিয়ারশেল নিক্ষেপ করে। অপরদিকে বিএনপি ইট-পাটকেল নিক্ষেপ করে।

বুধবার (১৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিএনপি এ কর্মসূচির আয়োজন করেছিল।  

বেলা ১ টার পর দেখা যায়, জায়গাটি পুলিশ নিয়ন্ত্রণে নেয়। বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢুকতে দেয়া হচ্ছে তল্লাশির পর। সেখানে বিএনপির বুদ্ধিবৃত্তিক সংগঠন জি-৯-এর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ কয়েকজনকে আটকের খবরও পাওয়া যায়।

বায়তুল মোকাররমে জোহরের নামাজের পর বিএনপি গায়েবানা জানাজা কর্মসূচি পালন করে। এরপর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু সময় বক্তব্য দেন। গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকিসহ নেতা-কর্মীরা বায়তুল মোকাররমে ঢুকতে চেয়েছিলেন। তবে তাদের বাধা দেয়া হয়।

কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরি, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, মাওলানা সেলিম রেজাসহ বেশ কিছু কেন্দ্রীয় নেতা অংশ নেন।

নামাজ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, গায়েবানা জানাজায় অংশ নিতে মুসল্লিদের বাধা দেয়া হয়েছে। তিনি এর নিন্দা জানান। 

বিএনপির মহাসচিব বলেন, সরকার ইচ্ছা করলে আলোচনার মাধ্যমে কোটা সমস্যার সমাধান করতে পারত। তা না করে বর্বরভাবে হামলা করে মানুষ হত্যা করা হয়েছে।

মির্জা ফখরুল কথা বলে মসজিদের উত্তর গেট থেকে বের হওয়ার পর সেখানে আগে থেকে উপস্থিত গণতন্ত্র মঞ্চ ও বিএনপির কিছু নেতা-কর্মী স্লোগান দেয়া মাত্রই পুলিশ তাদের ধাওয়া করে। এরপর তারা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ পালটা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে বিএনপির নেতা-কর্মীরা বায়তুল মোকাররম ও পল্টনের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছিলেন। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়।

সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, গায়েবানা জানাজা কর্মসূচিতে ব্যবহারের জন্য বায়তুল মোকাররমে নেয়া মাইক পুলিশ কেড়ে নিয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়