Apan Desh | আপন দেশ

‘আ.লীগে থাকা দুর্নীতিবাজদের তালিকা দুদকে দেয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ৮ জুন ২০২৪

আপডেট: ১৪:৪৬, ৮ জুন ২০২৪

‘আ.লীগে থাকা দুর্নীতিবাজদের তালিকা দুদকে দেয়া হবে’

ছবি: সংগৃহীত

অর্থনেতিক সংকটকালে এ বাজেট গণমুখী, বাস্তবসম্মত। বাজেটের একটাই চ্যালেঞ্জ, তা হলো বাজেট বাস্তবায়ন করা। আওয়ামী লীগের মধ্যে থাকা দুর্নীতিবাজদের তালিকা পেলে, সেটা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দেয়া হবে। তারা তদন্ত করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৮ জুন) দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আওয়ামী লীগের মধ্যে যারা দুর্নীতিবাজ আছেন, তাদের বিরুদ্ধে দল কী ব্যবস্থা নেবে—এমন প্রশ্নের জবাবে কাদের সাংবাদিকদের কাছে তালিকা চান। বলেন, ‘আপনারা আমাদের তালিকা দেন, আমরা তা দুদককে দেব।’

বাজেটের বিষয় ওবায়দুল কাদের বলেন, ‘সিপিডি, সুজন, টিআইবি কী বলল তাতে সরকারের মাথাব্যথা নেই।’

সেতুমন্ত্রী বলেন, অনেকের গোপন টাকা আছে। বাজেটের মাধ্যমে ওই কালোটাকা সাদা করার সুযোগ আছে, কিন্তু অন্যায়ের শাস্তি কমানোর সুযোগ নেই। ১৫ শতাংশ কর দিয়ে অর্থনীতির মূল ধারায় আনার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, বাজেটের একটাই চ্যালেঞ্জ, তা হলো বাজেট বাস্তবায়ন করা। তা বাস্তবায়নে সরকার এরই মধ্যে কাজ শুরু করেছে। ডলার সংকট নিয়ন্ত্রণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সংকট মোকাবিলা করার জন্য সরকার কাজ করছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ৪০ শতাংশ লোককে দারিদ্র্যসীমার নিচে রেখে গেছে। শেখ হাসিনা সরকার ১৮ শতাংশে আর অতিদরিদ্র ৬ শতাংশে নামিয়ে এনেছে। বাংলাদেশে এখন শুধু ডালে ভাতে নয়, পুষ্টি উন্নয়নে স্বয়ংসম্পূর্ণ।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়