Apan Desh | আপন দেশ

‘বেনজীরকে বিদেশ যেতে সরকার সহায়তা করেনি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৯, ২ জুন ২০২৪

‘বেনজীরকে বিদেশ যেতে সরকার সহায়তা করেনি’

ছবি: সংগৃহীত

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দোষী হলে তাকে দেশে ফিরে আসতেই হবে। তাকে বিদেশ চলে যেতে সরকার কোনো সহায়তা করেনি। বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বেনজীরের বিষয়টি দুদক তদন্ত করছে। এটা একটা প্রক্রিয়া। সরকার আগ বাড়িয়ে কিছু করতে পারে না। বেনজীর যদি দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে দেশে ফিরে আসতেই হবে। বিদেশে চলে যাওয়ার ক্ষেত্রে বেনজীরকে সরকার কোন সহায়তা করেনি।’

বিএনপি কখনও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘মানিলন্ডারিংয়ের কথা বলতে হলে তারেক রহমানের কথা আগে বলতে হবে। দণ্ডিত হয়ে পাচারকৃত টাকা দিয়ে বিদেশে বসে আয়েশি জীবনযাপন করছেন তারেক রহমান।’

দুর্নীতি কোনো দেশে হয় না এ দাবি কেউ করতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে দুর্নীতির মহোৎসব শুরু হয় বিএনপির আমলে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সরকারপ্রধান দুর্নীতি করেন বা দুর্নীতিকে প্রশ্রয় দেন এমন অভিযোগ কেউ করতে পারে না। তিনি সৎ জীবনযাপন করেন।’

তিনি বলেন, ‘ব্যক্তি দুর্নীতি করতে পারে, কিন্তু সরকার দুর্নীতিবাজকে কীভাবে দেখছে সেটা মূল বিষয়। মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখতে চাই: সরকারের কে বেনজীরকে বিদেশে পাঠাল?’

সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বেনজীর আহমেদ যে এত এত অন্যায় করল গণমাধ্যম কী করেছে? গণমাধ্যম একটা সংবাদও করল না কেন?

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়