Apan Desh | আপন দেশ

কোরআন শরীফ অবমাননায় সুইডেনকে ঢাকার নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১২, ২ জুলাই ২০২৩

আপডেট: ১৭:১৪, ২ জুলাই ২০২৩

কোরআন শরীফ অবমাননায় সুইডেনকে ঢাকার নিন্দা

ফাইল ছবি

সুইডেনে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রোববার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ প্রতিবাদ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মহসিন রেজা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে পবিত্র কোরআনের কপি পোড়ায় ইরাকি যুবক সালওয়ান মোমিকার। 

তার আগে সুইডেনের একটি আদালত কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানায়। তার পরই এমন কাণ্ড ঘটায় মোমিকা।

আরও পড়ুন<> কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব

ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা। এমনকি অনেক অমুসলিম নেতাও এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন। ক্ষোভের ঝড় ওঠেছে মুসলিম দেশগুলোতে। কিছু মুসলিম দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, আমরা শেষ পর্যন্ত অহংকারী পশ্চিমাদের শিখিয়ে দেবো মুসলমানদের অপমান করা মুক্তচিন্তার স্বাধীনতা নয়। সন্ত্রাসী সংগঠন ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে একটি দৃঢ় বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা সম্ভাব্য সবচেয়ে জোরালোভাবে আমাদের প্রতিক্রিয়া দেখাব।

মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠক আহ্বান করেছে। আগামী সপ্তাহে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সংস্থাটির সদর দফতরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়