Apan Desh | আপন দেশ

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ৮ অক্টোবর ২০২৪

আপডেট: ১৪:১০, ৮ অক্টোবর ২০২৪

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ছে

ফাইল ছবি

আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মাহফুজ আলম বলেন, পূজার ছুটি বৃহস্পতিবার একদিন বাড়ানো হবে। এ বিষয়ে আজকেই প্রজ্ঞাপন দেয়া হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে চলতি মাসে টানা চার তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বিজয়া দশমীর সরকারি ছুটি থাকবে আগামী ১৩ অক্টোবর (রোববার)। তার আগে বৃহস্পতিবার, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ছুটি থাকবে।

উপদেষ্টা সহকারী আরও বলেন, দেশের মধ্যে দেশি বিদেশি চক্রান্ত চলছে সেটি প্রতিরোধ করতে কাজ করছে সরকার। দুষ্কৃতকারীদের ধরতে সরকার সচেষ্ট আছে। কোনো ষড়যন্ত্রকারীকেই ছাড় দেয়া হবে না।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়