Apan Desh | আপন দেশ

র‌্যাব আর গুম-হত্যাকাণ্ডে জড়াবে না: ডিজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৪৩, ৭ অক্টোবর ২০২৪

র‌্যাব আর গুম-হত্যাকাণ্ডে জড়াবে না: ডিজি

আপন দেশ

র‌্যাব আর গুম ও হত্যার মতো ঘটনায় জড়িত হবে না। এ মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক একেএম শহীদুর রহমান। 

শহিদুর রহমান বলেছেন, গুম-খুনের সঙ্গে জড়াবে না র‌্যাব। এ ছাড়া র‌্যাবে আয়নাঘর বলে কিছু নেই।

সোমবার (৭ অক্টোবর) র‌্যাব সদরদফতরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‌্যাব) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ কে এম শহিদুর রহমান বলেন, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডে র‌্যাব জড়াবে না। কাউকে একস্থান থেকে ধরে অন্য স্থানে নিয়ে আটকে রাখা হবে না। র‌্যাব আইনের মধ্যে থেকে কাজ করবে। গুম-খুন ফৌজদারি অপরাধ। বাহিনীর কোনো সদস্য এতে জড়ালে বরদাস্ত করা হবে। এমন অপরাধে জড়ানোর কোনো সুযোগ নেই।

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের সঙ্গে সমন্বয় করে কাজ করছে র‌্যাব। এ ছাড়া জামিনে যেসব জঙ্গিরা বের হয়েছে তাদের মনিটরিং করা হচ্ছে। কেউ গুজব ছড়িয়ে নাশকতার অপচেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়