Apan Desh | আপন দেশ

ঢাকায় সিটি ভিশন থাকা জরুরি: রিজওয়ানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫০, ৭ অক্টোবর ২০২৪

ঢাকায় সিটি ভিশন থাকা জরুরি: রিজওয়ানা

আপন দেশ

ঢাকায়র জন্য একটি সিটি ভিশন থাকা জরুরি। মেগা প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সবুজ জায়গা বাড়াতে হবে। তরুণদের জন্য খোলামেলা স্থান, বসার জায়গা ও খেলাধুলার সুযোগ থাকতে হবে। এ মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৭ অক্টোবর) ‘বিশ্ব বাসস্থান দিবস, ২০২৪’ উপলক্ষে রাজউক মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি।  

উপদেষ্টা বলেন, ঢাকাকে সবার বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে একটি উন্নত ও পরিবেশবান্ধব শহর গড়ে তুলতে তরুণদের সম্পৃক্ত করতে হবে। তাদের সৃজনশীলতা শহরকে বসবাসের উপযোগী করে তুলতে পারে। আর সেজন্য তরুণদের রাজউকের কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, উন্নয়ন পরিকল্পনায় বস্তিবাসী ও নদীভাঙনের শিকারদের অধিকার নিশ্চিত করতে হবে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়