Apan Desh | আপন দেশ

‌‘সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ৭ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:১০, ৭ অক্টোবর ২০২৪

‌‘সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই’

ছবি- আপন দেশ

সাংবাদিকদের সঙ্গে দাসসুলভ আচরণের সুযোগ নেই। ওয়েজ বোর্ডসহ তাদের বেতন নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় তিনি একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সব পক্ষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে। জুলাই বিপ্লবে সাংবাদিকদের পক্ষ থেকে ‘রেজিসটেন্স’ ছিল না। এর ফলে মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। ইলেকট্রনিক মিডিয়াতে আন্দোলন নিয়ে অনেক তথ্য প্রচার হয়নি, এসব আলোচনার বিষয়।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সে সব বিষয় পর্যালোচনা করা হচ্ছে। নানামুখী স্টেকহোল্ডারদের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে কাজ করতে হবে। সাংবাদিক সংগঠনগুলোর সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে।

নাহিদ ইসলাম আরও বলেন, সামনের দিনে সাংবাদিকদের আরও পেশাদারত্বের জায়গায় নিয়ে আসার মাধ্যমে তরুণদের এ পেশায় সম্পৃক্ত করার ব্যবস্থা করতে হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়