Apan Desh | আপন দেশ

ছাত্র আন্দোলন: উত্তরায় নিহত ২৮ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪০, ৫ অক্টোবর ২০২৪

ছাত্র আন্দোলন: উত্তরায় নিহত ২৮ জন

ছাত্র-জনতার আন্দোলনে উত্তরায় হতাহতদের তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে তুলে দিচ্ছে ‘চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠন।

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তরায় ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯৭ জন। আর ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন একজন।

শনিবার (৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেছে ‘চব্বিশের উত্তরা’ নামের একটি সংগঠন।
 
শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের সুচিকিৎসাসহ যাবতীয় সহযোগিতা নিশ্চিতে এ তালিকা প্রকাশ করা হয়। এ সময় তালিকাটি তুলে দেয়া হয় শহীদ মুগ্ধের বড় ভাই মীর মানবুবুর রহমান স্নিগ্ধের হাতে।
 
সম্মেলনে চব্বিশের উত্তরা সংগঠনের সদস্য মনীষা মাফরুহা বলেন, বুলেটে হতাহতের সংখ্যা ১০৯ জন। ছোররা বুলেটে হতাহতের সংখ্যা ১০২ জন এবং অন্যান্য ৩০ জন। নিহতদের মধ্যে ছাত্র রয়েছেন ১৯ জন। আহতদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯৪ জন। ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ১০ জন ও ক্লিনিকে আটজন।
 
তিনি আরও বলেন, ১৮ জুলাই ও ৫ আগস্ট সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে গুরুতর চিকিৎসা দরকার ৩৪ জনের। চোখের চিকিৎসা দরকার ১৩ জনের।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়