Apan Desh | আপন দেশ

বিএনপি মহাসচিবের ভুয়া এপিএস পুলিশে সোপর্দ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৩, ৩ অক্টোবর ২০২৪

আপডেট: ২০:৪৪, ৩ অক্টোবর ২০২৪

বিএনপি মহাসচিবের ভুয়া এপিএস পুলিশে সোপর্দ 

চাঁদাবাজ আরিফ হোসেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন আরিফ হোসেন নামের একজন। পরে তাকে গুলশান থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিএনপি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে আরিফ’সহ আরও চারজন গুলশান-২ গোলচত্বরের পাশে একটি ক্যাফেটেরিয়ায় চাঁদা দাবি করেন। এ সময়ে তিনি বিএনপি মহাসচিবের এপিএস হিসেবে পরিচয় দেন। বিষয়টি ক্যাফেটেরিয়ার লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে গুলশানস্থ বিএনপি কার্যালয়ে নিয়ে যায়। তবে ওই সময়ে বাকি তিনজন কৌশলে পালিয়ে যায়।

থানা পুলিশ সূত্র জানিয়েছে, আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আরিফের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তিনি ঢাকার পল্লবীতে থাকেন।

আরিফ হোসেনকে গুলশান কার্যালয়ে নেয়ার পর সেখান থেকে থানা পুলিশে খবর দেয় কার্যালয়ের কর্মকর্তারা। গুলশান থানার এসআই আনোয়ারের নেতৃত্বে তাকে থানায় নেয়া হয়।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়