Apan Desh | আপন দেশ

‘সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৪

‘সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে’ 

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দ্যেশে দেয়া অভিভাষণে তিনি এ কথা জানান।

প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ করা হয়েছে। বিচারব্যবস্থাকে বঞ্চনার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ বিচারবিভাগ মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল। 

এ সময় প্রধান বিচারপতি প্রতিজ্ঞা করেন, নতুন বাংলাদেশে সততা, ন্যায়বিচার ও অধিকারবোধের বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি আরও বলেন, বিচারব্যবস্থার মূল লক্ষ্য হবে আইনের শাসন প্রতিষ্ঠা করা। শাসকের আইন নয়। একটি ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থার কাজ হলো জনগণ ও রাষ্ট্রকে সুরক্ষা দেয়া।

সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় গঠনের বিষয়ে প্রধান বিচারপতি জানান, এটি বিচার বিভাগের স্বাধীনতার প্রথম ধাপ। শিগগিরই এ প্রস্তাব আইন উপদেষ্টার কাছে পাঠানো হবে।

প্রধান বিচারপতির এ বক্তব্য বিচারবিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতার পথে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আলাদা সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগের কর্মকাণ্ডে আরও স্বাধীনতা ও দক্ষতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়