Apan Desh | আপন দেশ

‘গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

‘গার্মেন্টস খাতে অস্থিতিশীলতায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে’

ছবি: আপন দেশ

দেশের গার্মেন্টস খাতে অস্থিতিশীলতার জন্য প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে। এ অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। শ্রমিক অসন্তোষ অনেকটাই দূর হয়েছে জানিয়ে সচিব বলেন, এ খাতের সব শ্রমিককে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শ্রম সচিব বলেন, পোশাক খাতে অস্থিতিশীলতার জন্য শ্রমিক, মালিক, শিল্প ও দেশ ক্ষতিগ্রস্ত হবে। যারা (শ্রমিক) এখনও পাওনা বুঝে পায়নি তা নিয়ে কাজ করা হচ্ছে। তিনি বলেন, আন্দোলনরত পোশাক-শ্রমিকদের ২৫ দফা দাবি-দাওয়ার অনেকগুলো যৌক্তিক, অনেকগুলো অযৌক্তিক।

সচিব আরো বলেন, গাজী টায়ার কারখানায় মারা গেছে কত মানুষ তা এখনও আমরা জানি না। এ ঘটনায় হাজার হাজার মানুষ কাজ হারিয়েছেন। এ কারখানায় যে পণ্য উৎপাদন হতো সে চাহিদা মেটাতে এখন ডলার দিয়ে বিদেশ থেকে পণ্য আমদানি করতে হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়