Apan Desh | আপন দেশ

‘বিচারবিভাগে ফ্যাসিবাদের দোসররা এখনও আছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১২:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

‘বিচারবিভাগে ফ্যাসিবাদের দোসররা এখনও আছে’

ফাইল ছবি

বিচারবিভাগের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও ফ্যাসিবাদের দোসররা বসে আছেন। অ্যাটর্নি জেনারেল আইনজীবী মো. আসাদুজ্জামান এ মন্তব্য করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

অ্যাটর্নি জেনারেল অভিযোগ করেন, গত দেড় দশকে গুম খুনের মাধ্যমে ভোট ও নাগরিক অধিকার ছিনিয়ে নেয়া হয়েছে। 

অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, গত ৩৬ জুলাই বা ৫ আগস্ট থেকে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি। যা আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের কৃতিত্ব।

দুর্নীতি বিচারবিভাগের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারবিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং দুর্নীতিমুক্ত করতে হবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়