Apan Desh | আপন দেশ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ২০ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৫৪, ২০ সেপ্টেম্বর ২০২৪

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনের মেরামত কাজ শেষ। জনসাধারণ চলাচলের জন্য খুলে দেয়া হবে আজ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল'র ব্যাবস্থাপনা পরিচালক আব্দুর রউফ এ তথ্য জানান।

আব্দুর রউফ জানান, কাজীপাড়া স্টেশনের কাজ শেষ শুক্রবার খুলে দেয়া হবে।এছাড়া প্রতি শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হবে মেট্রো চলাচল। প্রতি ১২ মিনিট পর রাত ৯টা ৪০ পর্যন্ত চলবে ট্রেন।

যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিলো অনেকদিনের। সে আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রো রেল।

ছাত্র-জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া কাজীপাড়া আর মিরপুর-১০ স্টেশন চালু হতে এক বছর সময় লাগার পাশাপাশি খরচ হবে কয়েক'শ কোটি টাকা বলে জানিয়েছিলো তৎকালিন আওয়ামী লীগ সরকার। কিন্তু মাত্র দুই মাসের মাথায় শুক্রবার থেকে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন, যার জন্য প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র ২০ লাখ ৫০ হাজার টাকা।

চাহিদার প্রেক্ষিতে মেট্রোরেল চলাচলের সময়সীমা বাড়ানো হবে বলেও জানান, ডিএমটিসিএল'র ব্যাবস্থাপনা পরিচালক।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়