Apan Desh | আপন দেশ

ইলিশ-সার চোরাচালান রোধে কোস্টগার্ডকে নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৪, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ইলিশ-সার চোরাচালান রোধে কোস্টগার্ডকে নির্দেশ 

ছবি : সংগৃহীত

নৌপথে ইলিশ ও সার চোরাচালান রোধে কোস্টগার্ডকে নির্দেশ দেয়া হয়েছে। 

সোমবার (১৬ সেপ্টেম্বর) কোস্টগার্ডকে এ নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

উপদেষ্টা বলেন, নিজস্ব চাহিদা বিবেচনায় সরকার এ বছর ভারতে ইলিশ রফতানি করছে না। তাছাড়া সরকার পর্যাপ্ত পরিমাণ সার আমদানির মাধ্যমে সারের জোগান অব্যাহত রেখেছে। এ প্রেক্ষাপটে প্রতিবেশী দেশসমূহে ইলিশ ও সারের চোরাচালানের ঝুঁকি রয়েছে। তাই কোস্টগার্ডের মূল দায়িত্বের অংশ হিসেবে সমুদ্র ও নৌপথে ইলিশ ও সারসহ বিভিন্ন পণ্যের চোরাচালান বন্ধ করা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়