Apan Desh | আপন দেশ

‘রোববার থেকে সব পোশাক কারখানা খোলা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ২০:১৯, ১৪ সেপ্টেম্বর ২০২৪

‘রোববার থেকে সব পোশাক কারখানা খোলা’

ছবি : সংগৃহীত

রোববার (১৫ সেপ্টেম্বর) দেশের সব তৈরি পোশাক শিল্প কারখানা খোলা থাকবে। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, কারখানায় অস্থিরতা তৈরি হলে বিশেষ ব্যবস্থা নেবে সরকার। দেশের অর্থনীতিকে বিপদে ফেলতে কেউ যদি কারখানা বন্ধ রাখার অপচেষ্টা করে, সেটার ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিজিএমইএ ভবনে এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

তৈরি পোশাক কারখানায় চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে এ মতবিনিময়সভার আয়োজন করে বিজিএমইএ। উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রমুখ।

বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম কিছুটা ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, সরকার নিরাপত্তার নিশ্চয়তা দেয়ায় আগামীকাল সব পোশাক কারখানা খোলা থাকবে। তবে কোনো কারখানায় অস্থিরতা তৈরি হলে আগামী পরশু দিন থেকে সে কারখানা শ্রম আইনের ১৩/১ ধারা (কাজ নেই, বেতন নেই) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়