Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৭, ১২ সেপ্টেম্বর ২০২৪

প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ১২.৩০টা পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসে এ বৈঠক হয়।

এদিকে, ২৭ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানসহ পাঁচজন উপদেষ্টার পদ পুনর্বন্টন করা হয়। মুহাম্মদ ইউনূসকে ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব দেয়া হয়।

এর আগে গত ১৬ আগস্ট অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টাকে পুনর্বন্টন করা হয়। ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ কাউন্সিলর শপথ নেন। ঢাকা ও দেশের বাইরে থাকায় ওই দিন তিন কাউন্সিলর শপথ নেননি। 

পরদিন ৯ আগস্ট প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

১১ আগস্ট উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন। ১৩ আগস্ট আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নেন।

অবশেষে ১৬ আগস্ট বিকেলে আরও চার উপদেষ্টা শপথ নেন।

আপন দেশ/অর্পিতা 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়