Apan Desh | আপন দেশ

‘অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৯, ৯ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:৪৮, ৯ সেপ্টেম্বর ২০২৪

‘অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ’

ছাইল ছবি

আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে সব ধরনের পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে ১ অক্টোবরের শপিং ব্যাগ নিষিদ্ধের বিষয় ব্যাপকভাবে প্রচার হবে। পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব সুপারশপের সঙ্গে সভা করে পাটের শপিং ব্যাগের সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রিজওয়ানা হাসান আরও বলেন, পরিবেশ অধিদফতর ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইএসডিওর সঙ্গে বিকল্প পরিবেশবান্ধব উপাদানে তৈরি, পাট বা কাপড়ের ব্যাগের উৎপাদনকারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে। মেলায় সুপার শপের কর্তৃপক্ষ ও উৎপাদনকারীরা নিজেদের চাহিদা এবং সরবরাহর বিষয়ে আলোচনা করতে পারবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়