Apan Desh | আপন দেশ

‌‘১৫ বছরের ঝঞ্ঝাট পরিষ্কার স্বাভাবিক না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২০, ৮ সেপ্টেম্বর ২০২৪

‌‘১৫ বছরের ঝঞ্ঝাট পরিষ্কার স্বাভাবিক না’

ছবি -আপন দেশ

১৫ বছরের ঝঞ্ঝাট, ১৫ দিনে পরিষ্কার হয়ে যাবে, সেটা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

হাসান আরিফ বলেন, ছাত্র-জনতাসহ সবার প্রত্যাশা সংস্কারের দাবি পূরণে এখানে আছি। ছাত্র, জনতা, শ্রমিক তারা হচ্ছে দেশের মূল মালিক।

সকলের দাবি হচ্ছে সংস্কার। তারা যেসব জায়গায় সংস্কারের দাবি করেছে, সেখানে দেখা যাচ্ছে সবক্ষেত্রেই সংস্কারের প্রয়োজন। তবে সংস্কার হলো চলমান প্রক্রিয়া।

উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক না। এই বাহিনীকে জনসেবার পরিবর্তে তাদের মুখোমুখি দাঁড়ায় করিয়ে দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে এক হাজারের বেশি হত্যা হয়েছে। তার বিনিময়ে আমরা এখানে আছি। আমূল সংস্কার করতে হবে।

সংস্কারে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন বা প্রাধান্য দিচ্ছেন, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, এটা এতো বড় বা এতো ব্যাপক এখানে বাছাই করা মতো সুযোগ এখনও হয়নি। সব বিষয়ই ধরতে হচ্ছে। সংবিধান নিয়ে আলোচনা হয়েছে।

সব শেষ উপদেষ্টা বলেন, আমাদের ছাত্র জনতার কাছে যেতে হবে। তারা কি সংবিধান সংস্কার চায়, না কি নতুন একটা সংবিধান চায়।
তাদের কাছ থেকেই বা সমন্বয়কদেরই দিক নির্দেশনা দিতে হবে।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়